সময় সংবাদ লাইভ রিপোর্ট : মৌলভীবাজারের কুলাউড়ায় তেলবাহী একটি ট্রেনলরির বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজগাঁও রেলস্টেশনসংলগ্ন ভাটেরা এলাকায় বগিটি লাইনচ্যুত হয়।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান সময় সংবাদ লাইভকে জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যায়। পথে মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে বলেও জানিয়েছেন এই রেল কর্মকর্তা। তবে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক করতে সময় লেগে যেতে পারে।