সময় সংবাদ লাইভ রিপোর্টঃ কুষ্টিয়ার ভেড়ামারায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় একমাত্র আসামি ইয়াসিন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
অভিযুক্ত আসামী ইয়াসিন মোল্লা ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা এলাকার মৃত ইছাহক মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারার মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান ইয়াসিন মোল্লা। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা ২১ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। ভেড়ামারা থানা পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর ইয়াসিন মোল্লাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন। তবে আসামি ইয়াসিন মোল্লা পলাতক রয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি কুষ্টিয়া জজ কোর্টের পিপি(নারী ও শিশু) অ্যাড. আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।