সময় সংবাদ রিপোর্ট : কুয়েতে প্রবাসীদের ভোগান্তি কমাতে শিগগিরই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করতে যাচ্ছে কুয়েত দূতাবাস এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন। আগামী সেপ্টেম্বরে প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছাবে বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এতে স্বস্তি জানিয়েছেন প্রবাসীরা।কুয়েতে বসবাসরত প্রবাসীরা এখনো পাননি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। অনেকে দেশে আবেদন করেও হাতে পাননি এনআইডি। প্রবাসীদের ভোগান্তি কমাতে শিগগিরই নিবন্ধন শুরুর উদ্যোগ নিয়েছে দূতাবাস।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানিয়েছেন, দেশটিতে অবস্থানরত প্রবাসীদের নিবন্ধনের পদক্ষেপ নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই প্রবাসীদের হাতে এনআইডি পৌঁছাবে। এতে স্বস্তি জানিয়েছেন প্রবাসীরা।দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিয়ে ফর্ম পূরণের মাধ্যমেও আবেদন করা যাবে। সার্বিক কাজ পরিদর্শনে শিগগিরই বাংলাদেশ থেকে নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন দল কুয়েতে যাবে।কুয়েতে বসেই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়া ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্নপূরণে ভোগান্তি কমবে বলে মনে করছেন প্রবাসীরা।