Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩১.১৯°সে

কূটনীতিকদের সঙ্গে রবিবার বৈঠক করবে বিএনপি

সময় সংবাদ রিপোর্ট:রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগামী রবিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, আজ বুধবার এ বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের প্রস্তুতি হিসেবে গত শনিবার দলের কূটনৈতিক উইংয়ের দায়িত্বপ্রাপ্তরা নিজেদের মধ্যে আলোচনাও করেন। কিন্তু শেষ পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় পেছান হয়। কূটনীতিকদের সঙ্গে রবিবারের বৈঠকে জাতীয় নির্বাচন প্রসঙ্গকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে সব রাজনৈতিক দল, মত ও বিশিষ্ট ব্যক্তিদের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশনের আরপিও সংশোধন, বিএনপির গঠনতন্ত্রের বিষয়ে আদালতের হস্তক্ষেপের বিষয়টিকেও তারা সামনে নিয়ে আসতে চান। সম্প্রতি হেফাজতে ইসলামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিথি হওয়া, সরকারের সঙ্গে তাদের সংলাপের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে আলোচনায় নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলের শীর্ষ নেতারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ অসম্ভব হয়ে উঠতে পারে। এর পরিপ্রেক্ষিতে তাদের সামনে আন্দোলনের বিকল্প নেই বলেও বরিবারের বৈঠক থেকে কূটনীতিকদের ইঙ্গিত দেওয়া হতে পারে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প
প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান

আরও খবর