সময় সংবাদ রিপোর্ট: খুলনার পাইকগাছায় সুখেন্দ্র নাথ সরদার নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক এলাকায় নিহতের নিজ ঘেরে এ ঘটনা ঘটেছে।নিহত সুখেন্দ্র নাথ (৫৫) ওই এলাকার মৃত গোষ্টবিহারী সরদারের ছেলে।জানা গেছে, সুখেন্দ্র রাত সাড়ে ৯টার দিকে খড়িয়া ভড়েঙ্গারচক এলাকায় নিজ মৎস্য ঘেরে যান। এরপর কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জেনে ঘেরের পানিতে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এরপর পানিতে ভারী কিছু ফেলার শব্দ ও কোপানোর যন্ত্রণায় কাতর সুকেন্দ্রের গোঙানির শব্দে আশপাশের এলাকার লোকজন ছুটে এসে তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর পেয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল পরিদর্শন করেছেন। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করলো তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।