Header Border

ঢাকা, রবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৯৬°সে

খুলনায় খেলার মাঠ দখল করে রমরমা বালুর ব্যবসা

ডেইলি নিউজ রিপোর্ট, খুলনা॥ খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শৈলপুর গ্রামের যুগিহাটি বাদামতলা মাঠ দখল করে রমরমা বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। আর এই মাঠেই মিতালী যুব সংঘ নামে একটি সংগঠন বিদ্যমান রয়েছে। যারা কিনা সমাজের মানুষের জন্য বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করে থাকে। স্থানীয় লোকদের কাছ থেকে জানা গেল, তাদের শিশুদের খেলার জন্য এই মাঠই হল একমাত্র মাঠ। কারণ তাদের শৈলপুর যুগিহাটি গ্রামের মধ্যে খেলার এরূপ মাঠ আর নেই। তারা অনেকটা আক্ষেপ নিয়েই বলেন, আমাদের শিশুরা স্কুল শেষে বা ছুটির দিনে ঠিক আগের মতো এই মাঠটিতে আর খেলতে আসতে চায় না। ওদের কাছে কারন জানতে চাইলে বলে, মাঠের একপাশে বেশ অংশজুড়ে যেভাবে বালু রাখা হয়েছে তাতে আমাদের আর ওখানে খেলতে যেতে ইচ্ছা করে না। বৃষ্টির মধ্যে একটু দৌড়াদৌড়ি করলে শরীরে বালু লেগে যায়। তাই এই মাঠে আগের তুলনায় এখন অনেক কম বাচ্চারা খেলতে আসে বলে জানান স্থানীয় সহ আশপাশের মোদি ও চা দোকানিরা। প্রায় ২ বছরের মতো সময় ধরে এই মাঠ প্রাঙ্গনে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল।
এলাকাবাসীর ভাষ্য মতে, মাঠ প্রাঙ্গনে অবস্থিত মিতালী যুব সংঘ কখনো এই অবৈধ বালুর ব্যবসা বন্ধের জন্য কার্যকারী কোন পদক্ষেপ নেয়নি। যার কারণে দিনের পর দিন সম্প্রসারিত হচ্ছে এ মাঠ প্রাঙ্গনে বালুর রমরমা ব্যাবসা ও সংকুচিত হচ্ছে বাচ্চাদের খেলার এ মাঠের পরিধি। নাম প্রকাশ না করার শর্তে এই গ্রামের কিছু লোক বলেন, খেলার মাঠটি দখল করে বালুর ব্যবসা যে কুচক্রী মহল করছে তার সার্বিক পরিচালনায় যিনি আছেন তিনি আর কেউ নন সে হলো আমাদের স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বুলু। সরাসরি কেউ তার অবৈধ এ বালুর ব্যবসার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। তাই বিনা বাধায় নির্বিচারে চলছে অবৈধ এ বালুর ব্যবসা। এলাকাবাসীর দাবি অচিরেই যেন সরকার ও প্রশাসনের লোকেরা এই বিষয়টির দিকে নজর দিয়ে এই গ্রামের বাচ্চাদের একমাত্র খেলার এই মাঠটি থেকে অবৈধ বালুর ব্যবসা উচ্ছেদ করে বাচ্চাদের জন্য সম্পূর্ণ আগের মত করে দেন তার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য তারা অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
অনিয়ম-মাস্তানি-পেশিশক্তি কঠোরভাবে দমন করবো : সিইসি
নারী উদ্যোক্তাদের সহায়তায় সৌদি আরবের নতুন ভিসা প্রোগ্রাম
ফ্রান্সে দেশীয় চলচ্চিত্র প্রসারে কাজ করবে দূতাবাস ও বাচসাস
ভাসমান বেডে সবজি চাষ দেখে মুগ্ধ ইসিমুড সদস্যরা
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

আরও খবর