সময় সংবাদ লাইভ রিপোর্টঃ খুলনার বটিয়াঘাটা উপজেলায় ধর্ষণের শিকার হয়ে মাদরাসার এক ছাত্রী (১২) তিন মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে বটিয়াঘাটার বিরাট বাজারের স্থানীয় যুবকরা অভিযুক্ত অজিয়ার মোল্লাকে (৪০) আটক করে পুলিশে দেন। আটক অজিয়ার বটিয়াঘাটার কুলটিয়া গ্রামের বাহের মোল্লার ছেলে।
রাতে ভান্ডার পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই বিশ্বজিৎ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাদরাসাছাত্রীর ফুফা জানান, মেয়েটির বাবা দুবাইয়ে থাকেন এবং মা অন্য জায়গায় বিয়ে করে চলে গেছেন। যে কারণে বৃদ্ধা দাদির কাছে থাকে সে। প্রতিবেশী অজিয়ার চার মাস ধরে তাকে বিভিন্ন খাবার দিয়ে ভুলিয়ে ধর্ষণ করে। ‘তার শারীরিক পরিবর্তন দেখে ডাক্তার দেখানোর পর আমরা জানতে পারি মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা। সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করি,’ বলেন তিনি।
মেয়েটি জানিয়েছে, ধর্ষণের কথা অন্যকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে ভয় দেখিয়েছে অজিয়ার। হত্যার ভয় দেখিয়ে বেশ কয়েকবার তাকে ধর্ষণ করেছে।