সময় সংবাদ রিপোর্ট : গত বৃহস্পতিবার ১৫৭ কিলোমিটার বেগে বল করে চলতি আইপিএলে সর্বোচ্চ গতিতে বল করার নজির গড়েছেন উমরান মালিক। এই আসরে তিনি গতির ঝড়ে সবাইকে ছাপিয়ে গেছেন।ভারতের জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই তরুণে মুগ্ধ দেশটির সাবেক অফস্পিনার হরভজন সিং।হরভজন মনে করেন, উমরানকে এখনই ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া উচিত। আর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জশপ্রীত বুমরাহর সঙ্গে নতুন বল ভাগ করে নিন উমরান।
হরভজন বলেন, ‘মালিক আমার প্রিয় বোলার। আমি ভারতীয় দলে ওকে দেখতে চাই। বুমরাহর সঙ্গে তিনি বল করুক। ১৫০ কি.মি. প্রতি ঘণ্টার গতিতে বল করে অথচ দেশের হয়ে খেলে না এমন কোনো বোলার নেই ।’তিনি আরও বলেন, ‘জানি না তিনি ডাক পাবে কি না। তবে আমি নির্বাচক থাকলে উমরানকে নিতাম। ভারত যখন অস্ট্রেলিয়ায় খেলবে আমি চাইবো সে বুমরাহর সঙ্গে বল করুক।’এদিকে সাবেক ইংলিশ ব্যাটার পিটারসেন মনে করেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নামলে উমরান সে দেশের ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে পারেন। তিনি বলেন, ‘আমি ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকলে ইংল্যান্ডের বিপক্ষে জুলাই মাসের টেস্টে তাকে নিঃসন্দেহে নিতাম।’