সময় সংবাদ লাইভ রির্পোটঃ
করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ সর্বোচ্চ রেকর্ড আজ।লকডাউনেও বাড়ছে মহামারি করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি সংখ্যা ৯,৪৪৭। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ৩৪,৬৩০টি। নতুন রোগী ৭,৬২৬ জন। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২২.০২%, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৬,৫৯,২৭৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,২৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৬১,৬৩৯ জন।
মোঃনূর আমিন আকন,
স্টাফ রির্পোটার।
সময় সংবাদ লাইভ /৭এপ্রিল