সময় সংবাদ রিপোর্ট :অস্ট্রেলিয়ার দুই বারের বিশ্বকাপজয়ী ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়।দুর্ঘটনার পর ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও গভীর চোটের কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান সাবেক এই অলরাউন্ডার।ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে ঘটনাটি ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।
৪৬ বছর বয়সী সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। সাবেক সতীর্থ থেকে শুরু করে একসময়ের প্রতিপক্ষরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইমন্ডসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া ক্রিকেটের আরেক নক্ষত্র শেন ওয়ার্ন মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে।