সময় সংবাদ লাইভ রির্পোটঃ দক্ষিণ অঞ্চলীয় জেলা ঝালকাঠির বিষখালি নদীর তীর ঘেঁষা উপজেলা কাঠালিয়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারনে মেরু অঞ্চলের বরফ গলে ক্রমশ সমুদের পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এর মাঝে সৃষ্ঠ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক এর চেয়ে চার পাঁচ ফুট পানি বেড়ে যাওয়ায় দুই দিন যাবত প্লাবিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন জায়গা সরেজমিন ঘুরে দেখা যায় কাঠালিয়ার প্রান কেন্দ্র উপজেলা পরিষদ মাঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন পোস্ট অফিস সহ উপজেলার বিভিন্ন দপ্তরে পানি প্রবাহিত হচ্ছে বিশেষ করে কাঠালিয়ার হেতালবুনিয়া আমুয়া মশাবুনিয়া চিংড়াখালী জয়খালী শৌলজালিয়া আওড়াবুনিয়া সহ অন্যান্য এলাকায় অসংখ্য মানুষ এখন ও পানি বন্দি।দেখা দিয়েছে গোখাদ্য সহ নানান সংকট এলাকার বাসিন্দারা সময় সংবাদ লাইভকে বলেন কাঠালিয়ার বিষখালি নদীতে বেড়িবাধ না থাকায় বিভিন্ন সময় আমাদের বাড়ি ঘর সহ ফসলি জমি প্লাবিত হয়ে আমরা বিভিন্ন খয়ক্ষতির সম্মুখীন হই তাই আমরা বিষখালী নদীর তীরে বেড়িবাধ এবং শহর রক্ষা বাধ নির্মানের জন্য যথাযথ কতৃপক্ষের কাছে জোর দাবি জনাই।
মোঃ হাসান খাঁন, ঝালকাঠি প্রতিনিধি,সময় সংবাদ লাইভ।