সময় সংবাদ রিপোর্ট : আগুনে পোড়া রাজধানীর চকবাজার এলাকার কামালবাগের দেবী দাস ঘাটের চারতলা ভবন থেকে ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুর ১২টার দিকে ভবনে আগুন লাগার পর ফায়ার সর্ভিসের ১০টি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের অয়্যার হাউজ ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা ভবনের ভেতরে ছয়জনের দেহাবশেষ পেয়েছি।’
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তা এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
রাজধানীর চকবাজারে দেবিদ্বার ঘাট এলাকায় পলিথিন কারখানায় আগুন লাগে। সোয়া দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া ছয়জন একটি রেস্টুরেন্টের কর্মী। আগুন লাগার পর তারা সেখান থেকে বের হতে পারেনি।