সময় সংবাদ রিপোর্টঃ চট্টগ্রামের হালিশহরের গোডাউন বাজার এলাকায় কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে আরও ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৮টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগ্রাবাদ স্টেশনের ৬টি ও বন্দর স্টেশনের ২টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।
তিনি জানান, আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানাতে পারব।
m/p…