সময় সংবাদ রিপোর্ট: চাঁদে মানুষ পাঠানোর পাশাপাশি পণ্যপরিবহনের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যেতে এবার নতুন একটি স্পেস রোভার তৈরি করেছে যুক্তরাষ্ট্র।আগামী ২০২৫ সাল নাগাদ ফ্লেক্স নামের রোভারযানটি পূর্ণাঙ্গরূপে চাঁদে কাজ শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।চাঁদে মানুষ ও পণ্যপরিবহনে এবার নতুন একটি স্পেস রোভার তৈরি করেছে মার্কিন একটি প্রতিষ্ঠান। এই রোভারটির নকশা করেছে যুক্তরাষ্ট্রের ভেন্তুরি অ্যাস্ট্রোল্যাব।এতে চাঁদে অভিযান পরিচালনা করতে আগামীতে নাসা ও বাণিজ্যিক বিভিন্ন মহাকাশ সংস্থাগুলোকে সহায়তা করবে এই রোভার, এমনটাই প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা। নাসার আর্টেনিস প্রোগ্রামে সহায়তার উদ্দেশ্যে চার চাকার অত্যাধুনিক ছোট্ট এ যানটি তৈরি করা হয়েছে। ফ্লেক্স নাম দেওয়া রোভারটি চাঁদের পৃষ্ঠ থেকে বিভিন্ন পণ্যপরিবহন করতে সক্ষম হবে। এমনকি এটি নভোচারীদের সঠিক পথনির্দেশনা দিতেও সক্ষম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।