Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৫°সে

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি সংসদে

সময় সংবাদ লাইভ রির্পোটঃ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা।

মঙ্গলবার (২৯ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ও বিএনপির সাংসদ হারুনুর রশীদ এ দাবি জানান।
জিএম কাদের বলেন, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সে কারণে উচ্চশিক্ষার শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করতে পারেননি। আবার লকডাউনের কারণে সরকারি চাকরির নিয়োগ কার্যক্রম থমকে আছে। ফলে অনেকের সরকারি চাকরিতে প্রবেশের নির্ধারিত বয়স ৩০ পার হয়েছে, আবার অনেকের পার হওয়ার পথে। এসব কারণে চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩২ বছর করার দাবি জানান তিনি।
অন্যদিকে অর্থবিল পাসের আগে বিলের সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এমপি হারুনুর রশীদ বলেন, করোনাভাইরাসের কারণে আজকে যাদের চাকরির বয়স পার হয়ে যাচ্ছে, তারা অস্থির অবস্থায় আছে। এটা বিবেচনায় রেখে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর উচিত।
তিনি বলেন, সরকারকে নিয়ে সমালোচনা হবে। এটি গণতন্ত্রের অর্নামেন্ট (অলঙ্কার)। এখন সমালোচনা করতে গিয়ে যদি কারাগারে যেতে হয়, তাদের যদি নিপীড়ন ভোগ করতে হয়-এটা দুঃখজনক। এটি প্রধানমন্ত্রীকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
সময় সংবাদ লাইভ। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
মব জাস্টিসের নামে কোন কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি : রিজভী
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ

আরও খবর