সময় সংবাদ রিপোর্ট : জয়পুরহাটের পাঁচবিবিতে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক সেবন করানোর পর এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীর করা মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (৩০ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।আসামিরা হলেন: পাঁচবিবি উপজেলার নওডোবা গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে সুবারুল (৪০) ও একই গ্রামের আত্তাব আলীর ছেলে রুবেল হোসেন (৩৫)।আদালত সূত্রে জানা গেছে, রোববার (২৭ মার্চ) দুপুরে এক গৃহবধূর স্বামী ও শাশুড়ি চিকিৎসার জন্য জয়পুরহাট শহরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে সুবারুল ও তার কর্মচারী রুবেল কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।
পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘটনাটি জেনে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, অভিযুক্তদের বুধবার দুপুরে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।