Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৫.৯৯°সে

ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়

সময় সংবাদ লাইভ রির্পোটঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণের সময় ছাত্রদলের নেতা-কর্মীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করেছে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে টিএসসির সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

এতে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

ঘটনার সময় পেশাগত দ্বায়িত্ব পালনকালে ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আমজাদ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হামজা থাপ্পড় দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এবিষয়ে আমজাদ হোসেন সময় সংবাদ লাইভকে বলেন, “আমি ঘটনাস্থলে ছবি তুলতে গিয়েছিলাম৷হঠাৎ ছাত্রলীগের আমির হামজা আমাকে থাপ্পর মারে৷ সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি আরও উত্তেজিত হয়ে যান। পরে আমি সেখান থেকে সরে আসি।”

অভিযোগের বিষয়ে আমির হামজা সময় সংবাদ লাইভকে বলেন, “আমি প্রথমে তাকে চিনতে পারিনি। ওখানে সন্ত্রাসী সংগঠন ছাত্রদল খুনি জিয়ার মৃত্যুবার্ষিকীকে উপলক্ষে খাবার বিতরণের নাটক সাজিয়ে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির তৎপরতা চালিয়েছিল। খুনি জিয়াকে তারা শহীদ জিয়া বানাতে চায়। এটা তো আমরা হতে দিতে পারি না। সেই লক্ষ্যে আমরা তাদের প্রোগ্রামে বাধা দেই।

“বাধা দেওয়ার সময় আমজাদ হোসেন নামের ছেলেটা ছাত্রদল প্রেসিডেন্ট খোকনের কাছে দাঁড়িয়েছিল। খোকনকে আমি মারছি এটা সত্য। তবে আমজাদকে মারিনি। খোকনকে মারার পর তাকে মারতে গেলে সে সাংবাদিক পরিচয় দেয়। তখন আমি তাকে আমি সেখান থেকে সরিয়ে দিয়েছি। অন্যথায় সে আরও মার খেত।”

হামলার বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমান উল্লাহ আমান সময় সংবাদ লাইভকে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আজকে টিএসসিতে আমাদের খাদ্যসামগ্রী ও শিক্ষাউপকরণ বিতরণ কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা টিএসসিতে যাওয়া মাত্রই ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান পিকুলের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়।

“এতে আমাদের কেন্দ্রীয় সভাপতিসহ প্রায় ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। বাকিদের পিজি হাসপাতালে, ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

হামলায় আহতদের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, জহির উদ্দিন আহমেদ, আবু জাফর, শাহজাহান শাওন, মোস্তাফিজুর রহমান রুবেল, মিয়া মো. রাসেল, যুগ্ম-আহ্বায়ক, আরিফুল ইসলাম, ঢাবি ছাত্রদলের সদস্য মো. তরিকুল ইসলাম তারিক, রিয়াজ আনোয়ার হোসেন, ফারহান আরিফ, রাজু আহম্মদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, মাস্টারদা সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রয়েছেন বলে জানান তিনি।

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সময় সংবাদ লাইভকে বলেন, “আমরা যেটি জেনেছি, সম্প্রতি ছাত্রদলের কমিটি গঠন ও কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও উপদলীয় তৎপরতা চলছে। সেটির বহিঃপ্রকাশ হিসেবে তারা আজকে নিজেদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড মঞ্চস্থ করেছে।”

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সময় সংবাদ লাইভকে বলেন, “আমরা জেনেছি, টিএসসিতে একটা ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থাকে বলা হয়েছে, কারা এটা করেছে, তা দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে।

“আর টিএসসি কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারলাম, ওখানে কারও আনুষ্ঠানিকতা ছিল না। কোনো পারমিশনও নেওয়া হয়নি। এই করোনাকালে বন্ধ ক্যাম্পাসে কেউ হুট করে এসে বিশৃঙ্খলা করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- সেটা যেই করুক।”

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় বিশ্ব সম্প্রদায় !
আজ ঢাকায় সমাবেশ,৯ মহানগরে শোভাযাত্রা;নতুন বার্তা দেবেন তারেক রহমান
ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে: মির্জা ফখরুল
মির্জাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু

আরও খবর