Header Border

ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ২৩.০৫°সে
শিরোনাম

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে চায় তালেবান

সময় সংবাদ রিপোর্ট:যুক্তরাষ্ট্রে জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে যোগ দিতে চায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। এ জন্য সংগঠনটির অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত সোমবার জাতিসংঘে চিঠি দিয়েছেন। বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলতেই মূলত চলতি অধিবেশনে যোগ দিতে চান তালেবান নেতারা।

মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানে ডুজারিখ এ তথ্য নিশ্চিত করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, কট্টরপন্থী সংগঠনটি জাতিসংঘে নতুন রাষ্ট্রদূতও নিয়োগ দিয়েছে। তারা ক্ষমতাচ্যুত আফগান সরকারের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে সরিয়ে দিয়েছে। নতুন রাষ্ট্রদূত হিসেবে কাতারের রাজধানী দোহায় নিজস্ব রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীনকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে চেয়ে সংস্থার মহাসচিবের কাছে চিঠি পাঠান আমির খান মুত্তাকি। জাতিসংঘের উচ্চপর্যায়ের এ সম্মেলনে তালেবান সরকার যোগ দিতে চায় বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

জাতিসংঘের চলতি অধিবেশনে তালেবানকে সুযোগ দেয়া হবে কিনা, তা নিয়ে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। কেননা, ক্ষমতাচ্যুত আফগান সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইও এই অধিবেশনে যোগ দিতে চান। তবে, আমির খান মুত্তাকি চিঠিতে বলেছেন, ইসাকজাই আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না। তার জায়গায় সুহাইল শাহিনকে প্রতিনিধির দায়িত্ব দেয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, তালেবানের জাতিসংঘের শীর্ষ পর্যায়ে আলোচনায় যোগ দিতে চাওয়ার অনুরোধ যাচাই করবে ৯ সদস্যের একটি কমিটি, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। তবে আগামী সোমবার সাধারণ অধিবেশন শেষ হওয়ার আগে এই কমিটির বৈঠকে বসার সম্ভাবনা নেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি

আরও খবর