*সময় সংবাদ লাইভ রির্পোটঃ জাপানে ভারি বৃষ্টিপাত ও এর জেরে ভূমিধসে অন্তত ২০ জন নিখোঁজ হওয়ার খবর মিলেছে। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মধ্যাঞ্চলীয় আতামি শহরে এ ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮ ঘণ্টা ধরে শিজুওকা, কানাগাওয়া ও চিবা প্রদেশে তুমুল বৃষ্টি হচ্ছে। এর জেরে শিজুওকার আতামি শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন।