Header Border

ঢাকা, রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.০৩°সে
শিরোনাম

জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ দম্পতিকে আটক

সময় সংবাদ রিপোর্টঃ  গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল টাকা।আটকরা হলেন- কামরুল ইসলাম (৩২) ও স্ত্রী হোসনা বেগম (২৪)। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামে। কামরুলের বাবার নাম আব্দুস সালাম।

আজ সকালে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব মিয়াপাড়া এলাকায় প্রবাসী এক ব্যক্তির চার তলার বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করা হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে জাল টাকা প্রিন্ট হচ্ছে অবস্থায় ওই দম্পতিকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, দুইটি প্রিন্টার, কেমিক্যাল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, কাঠের তৈরি ফরমা ও বিপুল পরিমাণ জাল টাকা। তবে এ চক্রের অন্য সদস্যরা সে সময় বাড়িটিতে না থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অভিযানকালে চক্রটির অন্য সদস্যরা বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহ কাজে ব্যস্ত ছিলেন। তবে তাদেরও আটকের চেষ্টা চলছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল পরির্শন করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে অনুদান পাঠানোর সময় বেড়েছে
মির্জাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনেক দাবির চাপে অন্তর্বর্তী সরকার;যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস
কোন দিকে যাচ্ছে এই বন্যা পরিস্থিতি, এর জন্য দায়ী কে?
সাত ব্যাংকেই ৩৬ হাজার কোটি টাকার ঋণ সালমান এফ রহমানের
ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বর

আরও খবর