Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

জাহাঙ্গীরনগরে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় বি ইউনিটের উত্তরপত্র

সময় সংবাদ রিপোর্টঃ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও মানবিকী অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের আওতাভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ছয় পরীক্ষার্থীর পরীক্ষা সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের উত্তরপত্রে (ওএমআর) নেওয়া হয়েছে।

গতকাল রবিবার সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।জানা যায়, রবিবার সি ইউনিটের পরীক্ষা শেষে রাতে সি ইউনিটের ফলাফল প্রকাশের জন্য ওএমআর মেশিনে উত্তরপত্র প্রবেশ করালে ৬টি বি ইউনিটের উত্তরপত্র পাওয়া যায়। সেই সাথে বি ইউনিটের আরও ৪৫টি ওএমআর ফাঁকা ফেরত আসে বলে জানা গেছে।

এ বিষয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, সি ইউনিটের ওএমআরগুলো স্ক্যান করার সময় বি ইউনিটের ছয়টি ওএমআর পাওয়া যায়। পরীক্ষা শেষে ওই কক্ষ থেকে ফেরত পাঠানো বাড়তি প্রশ্নপত্র এবং ওএমআরগুলোর মধ্যে বি ইউনিটের আরও ৪৫টি ওএমআর খুঁজে পেয়েছি।

কলা ও মানবিকী অনুষদের ডিন মো. মোজাম্মেল হক বলেন, বিষয়টি নিয়ে আমরা শঙ্কিত। আমি ঘটনাটি গতকাল রাতে জানতে পারি। কিন্তু এটি আমাকে তাৎক্ষণিক জানানো উচিত ছিল। এটা নিয়ে কাজ করছি। উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন বশির আহমেদ বলেন, এটা ভুল হয়েছে। তবে আমরা এটা নিশ্চিত করছি, ওই ছয় শিক্ষার্থীকে ভিক্টিম করা হবে না। তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

উপাচার্য মো. নূরুল আলম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। তবে এই ঘটনার জন্য সি ইউনিটের ফলাফল তৈরিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

খালেদার মুক্তি-সুষ্ঠু নির্বাচন ও ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন চান অস্ট্রেলীয় এমপি
ফেসবুকে ভাইরাল ভিসা নিষেধাজ্ঞার ভুয়া তালিকা
আন্দোলনের গতি বাড়াবে বিএনপি
জবিতে একসঙ্গে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বহিষ্কার
এবার বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম
ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না: আইজিপি

আরও খবর