*সময় সংবাদ লাইভ রির্পোটঃ জুভেন্টাসে যোগ দিলেন ইতালির ইউরো-২০২০ জয়ী তারকা মানুয়েল লোকাতেল্লি। সাস্সুয়োলো থেকে এই মিডফিল্ডারকে ধারে দলে টেনেছে তুরিনের ক্লাবটি।চুক্তি অনুযায়ী লোকাতেল্লিকে ২০২২-২৩ মৌসুম শেষে আড়াই কোটি ইউরোয় কিনবে জুভেন্টাস। আর এই অর্থ তারা পরিশোধ করতে পারবে তিন বছরের কিস্তিতে। বিভিন্ন বোনাস মিলিয়ে সংখ্যাটা বাড়তে পারে তিন কোটি ৭৫ লাখ ইউরো পর্যন্ত।এবারের ইউরোয় গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালির ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন লোকাতেল্লি। তিনি ছাড়াও ফেদেরিকো বের্নারদেস্কি, লিওনার্দো বোনুচ্চি, জর্জো কিয়েল্লিনি ও ফেদেরিকো চিয়েসা আছেন জুভেন্টাসে।দ্বিতীয় মেয়াদে দলটির কোচের ভূমিকায় ফিরেছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। আগামী রোববার উদিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ অভিযান শুরু করবে জুভেন্টাস।