ঝালকাঠি প্রতিনিধি,হাসান খান: ঝালকাঠির কাঁঠালিয়ায় স্থানীয় ক্রিকেটার ইস্রাফিল তালুকদার শুভ’র বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৪ আগষ্ট) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলা সদরের দক্ষিন আউরা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। গৃহকর্তা স্থানীয় ক্রিকেটার শুভ দাবি করছেন ওই বাসা থেকে নগদ টাকা,একটি এলইডি টিভি ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্রিকেটার ইস্রাফিল তালুকদার শুভ জানান, সোমবার তার বৃদ্ধ মাকে ঘরে রেখে ঈদ উপলক্ষে স্ত্রীকে নিয়ে শশুর বাড়ি বরিশালের গৌরনদীতে বেড়াতে যায় তারা। মঙ্গলবার রাত ৮টা সময় তালাবদ্ধ করে শুভ’র বোনের বাসায় রাতের খাবার খেতে যায় তার মা। খাবার শেষে রাত ৯টার দিকে ঘরে ফিরে দেখেন দরজা খোলা ঘরের মধ্যে স্টীলের আলমীরা ও স্টীলের সুকেস ভেঙ্গে নগদ কয়েক হাজার টাকা একটি এলইডি টিভি ও স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।