সময় সংবাদ রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে হাত-পা বাঁধা অবস্থায় পঙ্কজ চন্দ্র শীল (৩৫) নামে এক নরসুন্দরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানাযায়, পঙ্কজের ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি সেলুনের দোকানে কাজ করত । সে শহরের শীতলাখোলা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। ঘটনার আগের দিন গত শনিবার রাত ১০ টার দিকে নলছিটির বাড়ৈকরণ গ্রামে তাঁর শশুর বাড়িতে ভাত খাওয়ার সময় একটি ফোন এলে দ্রুত বের হয়ে যায়। এরপর তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রবিবার সন্ধ্যায় পোনাবালিয়া বাজারের পাশের খাল থেকে তাঁর ভাসমান লাশ পাওয়া যায়। এলাকাবাসি লাশ দেখে নলছিটি পুলিশকে জানালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তেন জন্য পাঠানো হয়। এ বিষয়ে নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, লাশের দুটি হাত বাঁধা ছিল এবং মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। লাশটি সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। শুনেছি ছেলেটি তার শুশুর বাড়িতে ছিল।
মোঃ সোহেল মাহমুদ,নলছিটি প্রতিনিধি