সময় সংবাদ রিপোর্ট:মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর বিসিক শিল্প নগরির ন্যাশনাল ফ্যানস ফ্যাক্টরিতে ভয়াবহ বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করেছেন।
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত হতাহতের সংখ্যা জানা জায়নি। গুরুতর আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। কারখানার দ্বিতীয় তলায় হিট চেম্বার বিষ্ফোরেণ এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।