সময় সংবাদ রিপোর্ট : হতদরিদ্র নজরুল ইসলামের মেধাবী সন্তান মোছা. মাহমুদা খাতুন তাহমিনা। সে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এ বছর রংপুর মেডিকেল কলেজে মেধা তালিকায় ভর্তির জন্য মনোনীত হয়েছেন। কিন্তু টাকা না থাকায় মাহমুদার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। এতেই দুশ্চিন্তার শেষ ছিল না মাহমুদার পরিবারের। একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিকের কাছে বরাবর উচ্চশিক্ষার জন্য আর্থিক সহোযোগিতা লাভের উদ্দেশ্য চেয়ে চিঠি লেখেন মাহমুদা। চিঠি হাতে পেয়ে বিষয়টি জানতে পেরে মাহমুদার পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।বুধবার (১৮ মে) দুপুরে সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া ও ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম মাহমুদা ও তার মায়ের হাতে তুলে দেন ভর্তির যাবতীয় খরচের টাকা।মাহমুদার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া গ্রামে। মাহমুদা ২০২১-২২ শিক্ষাবর্ষে রংপুর মেডিকেল কলেজে ডেন্টাল কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। মাহমুদা এত দিন নিজ উপজেলার স্কুল-কলেজেই পড়াশোনা করেছেন। এখন মেডিকেলে ভর্তি নিশ্চিত হওয়ায় অদম্য এই মেধাবী এবার যাবেন গ্রামের বাইরে। আর্থিক সহযোগিতা পেয়ে মাহমুদা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছাশক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পৌঁছাতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেল ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। এ জন্যই এমপি শিবলী সাদিক বরাবর চিঠি লিখেছিলাম। বিষয়টি জানার পর এমপি শিবলী সাদিক আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। এ সহায়তা সবসময় মনে থাকবে।