সময় সংবাদ লাইভ রির্পোটঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাড়ির নকশা অনুমোদনে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে।
ফলে শহর-গ্রামে বাড়ি করতে হলে টিআইএন নিতে হবে। এতে বাড়ির মালিক করের আওতায় আসবে।
বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ বিধান আরোপ করেছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘করজাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতার প্রস্তাব করছি। এছাড়া বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনো সমবায় সমিতি করলেও সেটার নিবন্ধন নিতে হলেও টিআইএন নিতে হবে।’
সময় সংবাদ লাইভ।