Header Border

ঢাকা, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ২৭.১৫°সে
শিরোনাম

টিকা রফতানির কথা ভাবছে না ভারত – অরিন্দম বাগচী

*সময় সংবাদ লাইভ রির্পোটঃ : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, এখনও বিদেশে টিকা রফতানির কথা ভাবছে না ভারত। করোনা প্রতিরোধে ভারত এখন রপ্তানির চেয়ে টিকাকরণ কর্মসূচীতেই জোর দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। একজন সাংবাদিকের প্রশ্নোত্তরে অরিন্দম বাগচী বলেন, ভারতের টিকা রপ্তানি নীতি খুবই স্পষ্ট। বিদেশে ভারত টিকা পাঠাতে পারব কিনা সেটা মূলত তা দুইটা বিষয়ের ওপর নির্ভর করছে। প্রথমত কী পরিমাণ টিকা আমরা পাচ্ছি, আর দ্বিতীয়ত দেশের অভ্যন্তরে টিকা দান কর্মসূচীতে আমাদের কত টিকার প্রয়োজন হচ্ছে।
সাংবাদিকরা জানতে চান বেক্সিমেকো ফার্মা ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ কবে নাগাদ টিকা পাবে? জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ২১ জুন থেকে ভারতে খুব ভালোভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এতে ভারতের তৈরি টিকা কত বেশি পরিমাণে যোগান দেওয়া যায় সেটাই আমাদের অগ্রাধিকার। সাংবাদিকরা দেশটির গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে জানতে চান, আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশে টিকা রফতানি করবে ভারত? এ প্রশ্নের জবাবে অরিন্দম বাগচী বাংলাদেশের নাম উচ্চারণ না করে বলেন, এখনও বিদেশে টিকা রফতানির কথা ভাবছে না ভারত।
অরিন্দম বাগচী বলেন, টিকা বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমাদের টিকা রফতানির বিষয়টি নির্ভর করছে, আমরা কী পরিমাণ টিকা পাচ্ছি আর দেশে আমাদের টিকাদানে কত ভ্যাকিসন লাগবে। উল্লেখ্য, ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে, জুলাই- আগস্ট মাসে প্রতিবেশী দেশগুলোতে টিকা রপ্তানি করতে পারে মোদী সরকার। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীর কাছে এমন প্রশ্ন রাখা হয়। এদিকে গত বুধবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট জানায়, প্রতিবেশিদের অগ্রাধিকার দিয়ে আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্টের শুরুতে টিকা রফতানি শুরু করবে ভারত। সেটি সম্ভব না হলে অন্তত প্রতিবেশি দেশগুলোতে টিকা রফতানি শুরু করবে ভারত। প্রতিবেদনে প্রতিবেশি দেশগুলোর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের কথা উল্লেখ করা হয়। এদিকে, গত রোববার ২০ জুন ভারত থেকে টিকা আনার বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, চলতি বছরের অক্টোবরের পর ভারত থেকে টিকা পাবার আশা করছে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় বিশ্ব সম্প্রদায় !
ফিলিস্তিনকে সমর্থন ও ইসরাইলকে বয়কটের আহ্বান এরদোগানের
আজ ঢাকায় সমাবেশ,৯ মহানগরে শোভাযাত্রা;নতুন বার্তা দেবেন তারেক রহমান
ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে: মির্জা ফখরুল

আরও খবর