*সময় সংবাদ লাইভ রির্পোটঃ মালিঙ্গার করা সেই রেকর্ড ছাড়াতে সাকিবকে খেলতে হয়েছে ৮৮ ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে নিজের তৃতীয় ওভারে স্কটিশ ব্যাটসম্যান রিচি ব্যারিংটনকে ফিরিয়ে রেকর্ডবুকে প্রবেশ করেন দেশসেরা এই অলরাউন্ডার।
অবশেষে টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট সংখ্যায় শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ছাড়ালেন বাঁহাতি এই স্পিনার।
বাউন্ডারিতে ব্যারিংটনের ক্যাচ নেন আফিফ হোসেন। এর এক বল মাইকেল লিস্ককে আউট করে সাকিব ছাড়িয়ে যান মালিঙ্গাকে।
চলতি বিশ্বকাপে আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে ক্রিকেটের এই বরপুত্রকে। আর মাত্র আট উইকেট পেলেই সাকিব বনে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি।
বর্তমানে এই রেকর্ডটি রয়েছে সাবেক পাকিস্তানি স্পিনার সাহিদ আফ্রিদির। আফ্রিদির উইকেট ৩৯টি। চলতি বিশ্বকাপেই আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন সাকিব।
টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট :
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৮৮ ইনিংস- ১০৮ উইকেট
২. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)- ৮৩ ইনিংস- ১০৭ উইকেট
৩. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮১ ইনিংস- ৯৯ উইকেট
৪. শাহিদ আফ্রিদি (পাকিস্তান)- ৯৭ ইনিংস- ৯৮ উইকেট