মোঃকামরুল ইসলাম,সময় সংবাদ লাইভ রির্পোটঃআফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ে প্রশংসার সাগরে ভাসছেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব। গোটা ক্রিকেট দুনিয়া মুখর হয়েছে এই দুই তরুণের প্রশংসায়।
২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল। ঐ পরিস্থিতিতে রেকর্ড পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দেন আফিফ ও মিরাজ, আর কোনো উইকেটই হারাতে দেননি বাংলাদেশকে।
চাপের মুখে আফিফ-মিরাজের এমন ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তো বটেই, বিশ্ব ক্রিকেটের অনুসারীরাও মেতেছেন টাইগার বন্দনায়।।
সময় সংবাদ লাইভ।