সময় সংবাদ রিপোর্ট: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।বুধবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাডে ১ হাজার পাঁচশ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।