সময় সংবাদ রিপোর্টঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু দাঁড়াল ২০১ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪১৮ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এর আগে গতকাল সোমবার ডেঙ্গু নিয়ে ২ হাজার ২৯৩ জন হাসপাতালে ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২ হাজার ৪১৮ রোগীর ১ হাজার ১৬২ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ২৫৬ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ৭ হাজার ৯২৭ রোগীর ৪ হাজার ১৪৯ জন ঢাকার এবং ৩ হাজার ২৬ জন ঢাকার বাইরে।