সময় সংবাদ লাইভ রিপোর্ট : জাতীয় সংসদের আরো দুটি আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ আসনে প্রার্থী হয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল।
আজ ৭ সেপ্টেম্বর, সোমবার সকালে নিজ বাসা থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি এসময় আরো জানান, নির্বাচন কমিশন (ইসি) কর্তৃত তফসিল ঘোষণার পর তারা ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম জানাবেন।
উল্লেখ্য, সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ ও শ্রমিক নেতা ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয় নওগাঁ-৬ আসনটি।