সময় সংবাদ লাইভ রির্পোটঃ২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের ২০২০-২১ সেশনের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ( ১৩ জুলাই) বিকেল তিনটাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসের ২ তারিখ ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হবে।
‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ অক্টোবর, ‘চ’ ইউনিটের ৯ অক্টোবর, ‘গ’ ইউনিটের পরীক্ষা ২২ অক্টোবর ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৩ অক্টোবর। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদের পরীক্ষা ২৯ অক্টোবর, বিজনেস ইউনিটের পরীক্ষা ৫ নভেম্বর এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের পরীক্ষা ১২ নভেম্বর।
এরআগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল শনিবার (৯ জুলাই) বিকেলে জানিয়েছিলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
সময় সংবাদ লাইভ।