সময় সংবাদ লাইভ রিপোর্টঃ খাজা মিয়া সরকারের অতিরিক্ত সচিব হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিববহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। এবার পদোন্নতি পেয়ে সচিব হলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খাজা মিয়াকে পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার এই পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, তথ্য মন্ত্রণালয়ের বর্তমান সচিব কামরুন নাহার আগামী ৩০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। তিনি প্রধান তথ্য কর্মকর্তা থাকাকালীন প্রেষণে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
কামরুন নাহার নিজ ক্যাডার পদ তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে ফিরে যাবেন। এজন্য ২৯ নভেম্বর সকালের মধ্যে তাকে তথ্য মন্ত্রণালয় থেকে অবমুক্ত করতে বুধবার (২৫ নভেম্বর) আদেশ জারি করা হয়েছে।