সময় সংবাদ রিপোর্ট:২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রাহমানের সঙ্গে কামাল হোসেন ও বি. চৌধুরীর কিসের জাতীয় ঐক্য এমন প্রশ্ন করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।গ্রেনেড হামালা মামলার রায়কে বিএনপির ‘ফরমায়েশি’ রায় বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘রায়টা কি ফরমায়েশি রায়? বাংলাদেশের একজন মানুষও বলবে না এটা, যার বিবেক আছে।’
একুশে আগস্টের খুনিদের সঙ্গে কোনো ধরনের ‘জাতীয় ঐক্য’ দেশের মানুষ মেনে নেবে না বলে এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।