Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

তারেক রহমান দেশে ফিরলে আপিল : সানাউল্লাহ মিয়া

সময় সংবাদ রিপোর্ট:২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে ১৯ জনের ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পুরোপুরি কোনো সাক্ষী ছিল না বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তারেক রহমান দেশে ফিরলে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি। আজ বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গনে সাংবাদিকদেরকে সানাউল্লাহ মিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি, অন্যায় ও বেইআইনিভাবে তারেক রহমানকে শাস্তি দেয়া হয়েছে। যথাযথ সময়ে আত্মসমর্পণ করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারেক রহমান।’ আসামিপক্ষের এ আইনজীবী বলেন, ‘মুফতি হান্নানকে ৪শ’ দিন রিমান্ডে রেখে যে জবানবন্দি দিয়েছে, সেই জবানবন্দি সে প্রত্যাহার করে বলেছে, তারেক রহমানের সঙ্গে, বিএনপি নেতাদের সঙ্গে তার কোনদিন দেখাই হয়নি। অথচ আজকে অন্যায়ভাবে বেআইনিভাবে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনপির বহু নেতাকে এই মামলায়, আমাদের আব্দুস সালাম পিন্টুকে ফাঁসি দেওয়া হয়েছে।’ এ রায় তারা মানেন না উল্লেখ করে সানাউল্লাহ মিয়া প্রত্যাশা করেন, উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন। রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তত্ত্বাবধায়কের ঘোষণা এলে সংলাপে বসবে বিএনপি
বিকল্প ফর্মুলা নিয়ে ভাবছে আ’লীগ!
ঢাকাসহ কয়েক জেলায় খানিকটা স্বস্তির বৃষ্টি
৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
আজ থেকে পেঁয়াজ আমদানি

আরও খবর