মোঃ আবদুস সালাম হাওলাদার, মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।নিহত মাদ্রাসা ছাত্রের নাম মোঃ সাজ্জাদ হোসেন(১৪)। সে উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্ৰামের মহিষকাটা বাজার নিবাসী মোঃ শাহজাহান ও মোসাঃ ডলি দম্পত্তির মেঝ পুত্র এবং কলাগাছিয়া আছমতিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। আজ ১২ জুন শনিবার সকাল ১০ঃ৩০ টায় নিজেদের তিন তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিলে এ ঘটনা ঘটে। ঘটনার পর আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাথে সাথে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন এবং বরিশাল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন ধরনের মামলা রুজু করা হয়নি।