Header Border

ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৭.০৫°সে
শিরোনাম

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ৫০ হাজার ছাড়াবে: জাতিসংঘ

সময় সংবাদ রিপোর্টঃ সিরিয়া-তুরস্কে গত সোমবারে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুর মিছিল থামছেই না। প্রতি মুহূর্তেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। আজ রোববার পর্যন্ত নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে আরও শঙ্কার কথা জানালেন জাতিসংঘের ত্রাণ এবং পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস।

তিনি দাবি করেছেন, নিহতের এই সংখ্যার বর্তমানের চেয়ে দ্বিতীয় অথবা এর চেয়েও বেশি হতে পারে। ‘স্কাই নিউজ’কে মার্টিন জানিয়েছেন, এখনও ধ্বংসস্তূপের নিচে যত দেহ চাপা পড়ে আছে, তা উদ্ধার করা গেলে মৃত্যুর সংখ্যা অর্ধ লাখ পার হতে পারে।

দক্ষিণ তুরস্কের কাহরামানমারাস শহরে পৌঁছেছেন মার্টিন। প্রথম ভূমিকম্পের উৎসস্থলের খুব কাছে দাঁড়িয়ে মার্টিন বলেন, ‘এখনই সঠিক সংখ্যা বলে দেওয়া খুব কঠিন। আমাদের ধ্বংসস্তূপের তলায় পৌঁছাতে হবে। আমি নিশ্চিত, তখন এই সংখ্যাটা দ্বিগুণ বা তারও বেশি হয়ে যেতে পারে।’

এর আগে জাতিসংঘ জানিয়েছে, তুরস্ক-সিরিয়া মিলিয়ে কমপক্ষে ৮ লাখ ৭০ হাজার মানুষের গরম খাবার প্রয়োজন। সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর, শুধুমাত্র সিরিয়াতেই ৫৩ লাখ বেশি মানুষ এই মুহূর্তে গৃহহীন অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল
সংকুচিত বাজেট,বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়
দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ
গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ

আরও খবর