Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৮.৯৬°সে

তৃতীয় টি-টোয়েন্টি টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি

সময় সংবাদ রিপোর্ট : জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সামনে সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ। এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ; যারা জিতবে সিরিজ তাদেরই হবে।তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ২০৫ রানের রানের পাহাড় দাঁড় করে দিয়েছিল জিম্বাবুয়ে। রানের সেই পাহাড় টপকাতে নেমে ১৭ রানে হারে টাইগাররা।তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। তার পাঁচ উইকেটের কারণে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে জিম্বাবুয়ে। পরে লিটন দাসের ঝড়ো ফিফটিতে ভর করে ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।

এদিকে, সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামার আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পেয়ে সফর থেকেই ছিটকে গেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তার পরিবর্তে সিরিজের শেষ ম্যাচে নতুন অধিনায়ক করা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। দলে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
কর ও ভ্যাটের চাপ আরও বাড়বে
ইসরাইলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা হিজবুল্লাহর
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের
মোদি না রাহুল, কে হচ্ছেন ভারতের কান্ডারি?
ঢাকার কাছেই চলে এসেছে সবচেয়ে বিষধর রাসেলস ভাইপার

আরও খবর