Header Border

ঢাকা, শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২০.৯৬°সে

দুই শিশুকন্যাকে হত্যার পর বাবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা

সময় সংবাদ লাইভ রিপোর্ট : চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে দুই শিশুকন্যাকে হত্যা করে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার ভোর রাতে ভান্ডারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১১)। তাদের বাবার নাম মোখেন্দু বড়ুয়া।

দুই মেয়েকে গলা টিপে হত্যার পর মোখেন্দু বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ‘দুটি খুনের ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউসূফ জানান, মোখেন্দু ঢাকায় চাকরি করেন। পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই মেয়ে নানার বাড়িতে থাকত। করোনা পরিস্থিতির কারণে দুই মাস আগে মোখেন্দু শ্বশুর বাড়িতে আসেন। গতকাল রাতে বা আজ ভোরে তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আন্দোলন জোরদার করতে নতুন কৌশলে বিরোধী দলগুলো
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: রাজধানীসহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
পছন্দের থানায় যেতে ওসিদের দৌড়ঝাঁপ
কারাবন্দি নেতাকর্মীর ‘যন্ত্রণার জীবন’
বাছাই ডিঙাতে পারেননি আলোচিত অনেক প্রার্থী
অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নয় : হাইকোর্ট

আরও খবর