সময় সংবাদ রিপোর্ট:কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশে বড় দুর্দিন। দেশটা ভালোভাবে চলছে না। দেশটা ভালোভাবে চলা দরকার। গতকাল শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর বলেন, কষ্ট লাগে যারা সেদিন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, তারা আজ বঙ্গবন্ধুর নামে মুখে ফেনা তোলেন। আমার কথায় অনেকের গা জ্বালা করবে কিছু আসে যায় না। আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করি না। বঙ্গবন্ধু হত্যার এত বছর পরও আল্লাহ হয়তো কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন।
কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন, তখন বঙ্গবন্ধু ছাড়া আর কারো নাম শোনা যায়নি। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর কেউ কথা বলেননি। এ সময় তিনি আগামী ২৮ অক্টোবর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী যোদ্ধাদের সমাবেশে যোগদানের আমন্ত্রণ জানান।