সময় সংবাদ রিপোর্ট:আনুষ্ঠনিকভাবে দেশের বাজারে যাত্রা শুরু করলো চাইনিজ ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেড। গতকাল মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাঙ্কার বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশের বাজারে অ্যাঙ্কার এর প্রচার ও বিপণনের দায়িত্বে থাকবে ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমাস টেক এর প্রোপাইটর ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াস ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ওশকুরুনী জিতু। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিরেক্টর মিঠু আলী ও মো. মোস্তাফিজুর রহমান।সম্প্রতি অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেডের সঙ্গে সুমাশটেকের একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশে অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেডের পণ্যের জাতীয় পরিবেশক হিসেবে দায়িত্ব পায় সুমাশ টেক। দেশের প্রতিটি জেলায় ডিলার নিয়োগের মাধ্যমে অ্যাঙ্কারের প্রিমিয়াম পণ্য পৌঁছে দেবে ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড।