সময় সংবাদ লাইভ রির্পোটঃ সরকার পরিবর্তনে জনগণ তার ভোটাধিকারের ক্ষমতা ফিরে না পেলে দেশে আফগানিস্তানের মতো তালেবান রাজনীতির উত্থান ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে মানুষের কোনো ভোটাধিকার নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত নন, তারা জোর করে ক্ষমতায় আছেন।
তিনি আরও বলেন, এভাবে দিনের দিন দিন চলতে থাকলে, জনগণকে যদি তার সরকারের পরিবর্তনের ক্ষমতা ভোটাধিকার ফিরিয়ে দেওয়া না হয় তাহলে দেশে আফগানিস্তানের মতো তালেবান রাজনীতির উত্থান ঘটবে। এটা হলে তার জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে।
গণতন্ত্র ফেরানোর সবার নৈতিক দায়িত্ব হয়ে গেছে উল্লেখ করে বিএনপিকে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে বলেও মন্তব্য করে তিনি।
সময় সংবাদ লাইভ।