সময় সংবাদ রিপোর্ট : যাত্রী ও যানবাহনের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে থমকে গেছে যাত্রী ও যানবাহন পারাপার। আজ শনিবার দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই হাজার যানবাহন। দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের নয় কিলোমিটার এলাকা এবং রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় সিরিয়ালে রয়েছে এসব যানবাহন। যানবাহন গুলোর মধ্যে ৫ শতাধিক যাত্রীবাহী বাস রয়েছে। ১০ ঘণ্টার অধিক সময় পর্যন্ত সিরিয়ালে থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসযাত্রীদের। ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে যানজট।
আটকে পড়া বাসযাত্রী শহিদুল ইসলাম বলেন, গোয়ালন্দ মোড় থেকে ভোগান্তি শুরু হয়েছে। বেশ কয়েক জায়গায় যানজটে পড়তে হয়েছে। দীর্ঘ ১১ ঘণ্টা পর দৌলতদিয়ার তিন নং ফেরিঘাট দিয়ে ফেরিতে গেলাম। তিনি বলেন, যাত্রী ও যানবাহনের ভয়াবহ চাপের কারণেই এই দুর্ভোগ।গোয়ালন্দ মোড়ে আটকে পড়া কাভার্ডভ্যান চালক ইমদাদুল হক বলেন, ১০ দিন পর দৌলতদিয়াতে ফেরিপারের জন্য আসলাম। গোয়ালন্দ মোড়ে আটকে গেছি। পুলিশ শুধু বাস আর প্রাইভেটকার পার করছেন। আমাদের কয়দিন আটকে থাকতে হয় সেটা বলতে পারছি না।দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ২১টি ফেরি চলাচল করছে বলে জানায় দৌলতদিয়া প্রান্তের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।