ডেইলি নিউজ ডেস্ক রিপোর্ট॥ সঞ্জয়লীলা বানাসালি ও সালমান খান জুটি মানেই বলিউডে ধামাকা কিছু। সেই ধামাকা নিয়ে তারা হাজির হবেন আগামীবছর। তবে এরইমধ্যে ঠিক হয়েছে গেছে সিনেমার সবকিছু। ১৯৯৬ সালে ‘খামোসি দ্য মিউজিক্যাল’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন সঞ্জয়। সেই সিনেমার নায়কও ছিলেন সালমান। নতুন এই ছবিটাও লাভ স্টোরি! এ বছরের মাঝামাঝি শুরু হবে ছবির শুটিং। ছবি মুক্তি পাবে আগামীবছর। কিন্তু ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে এখন জল্পনা-কল্পনা। তবে চলতি সময়ে বলিউডে সালমানের সিনেমা মানেই সেখানে ক্যাটরিনা থাকবে এটা যেন অঘোষিত চুক্তি। তাই এই ছবির নায়িকাও ক্যাটরিনা হবে বলে জানা যায়। কারণ সালমানের একমাত্র ক্যাটরিনাকেই নায়িকা হিসেবে পছন্দ। যদিও সঞ্জয়ের পছন্দের তালিকায় রয়েছেন দীপিকা পাডুকোন বা প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে যখন সালমান ‘বাজিরাও মাস্তানি’ করবেন বলে ঠিক হয়েছিল তখনও ক্যাটরিনাকে একটি চরিত্রের জন্য অডিশন দিতে বাধ্য করেছিলেন সালমান। তবে রণবীর সিং ও দীপিকা পাডুকোন সঞ্জয়ের নজরে থাকায় হিসেব সব পাল্টে যায়। এ নিয়ে এক ধরনের দোটানায় আছেন ক্যাটরিনা। কারণ পরিচালকের অপছন্দের বাইরে সিনেমাটি করলে তা কতটুকু ভালো হবে এ নিয়ে সংশয়ে তিনি।
অন্যদিকে সালমানের কথাও ফেলতে পারবেন না ক্যাটরিনা। তবে এখনই কোনোকিছু চূড়ান্ত কথা হয়নি। গণমাধ্যমের বিভিন্ন সাক্ষাত্কারে পরিচালক ও সালমানকে এ নিয়ে অনেকবার জানতে চাওয়া হলেও কোনোকিছু বলতে রাজি হননি তারা।