Header Border

ঢাকা, বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৩°সে

রাজবাড়ীর দৌলতদিয়ায় পরিবহন থামিয়ে চাঁদাবাজি, আটক ৯

*সময় সংবাদ লাইভ রির্পোটঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় অভিযান চালিয়ে পরিবহন চাঁদাবাজ চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৮ এর সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, কেউটিল গ্রামের নিজাম প্রমানিকের ছেলে মমিনুল ইসলাম (২২), গোয়ালন্দের মজিদ শেখের পাড়ার কাজী ওরফে শুকুর আলীর ছেলে নজরুল ইসলাম (২৪), গোয়ালন্দের দেওয়ানপাড়া গ্রামের মো. জালাল মণ্ডলের ছেলে শেখ শাদী (২১) মাগুরার শালিখা উপজেলার গঙ্গরামপুর গ্রামের মো. রুস্তম মোল্যার ছেলে বুলবুল মোল্যা (২৮), রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে আরজু বেপারী (২৬), গোয়ালন্দের মজিদ শেখের পাড়ার মৃত ওমর আলী শেখের ছেলে মো. মহিউদ্দিন শেখ (৩৮), ভবানীপুর গ্রামের মৃত খোরশেদ আলী মণ্ডলের ছেলে মো. সামসুদ্দিন মণ্ডল (৭১),

মুন্সিপাড়ার মো. ইউসুফ সরদার ছেলে মো. শহিদুল সরদার (২৮), চরলক্ষীপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে শহিদুল ইসলাম খোকন (২৩)।

র‍্যাব-৮ এর সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন ধরনের গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছে। পরে র‌্যাবের একটি বিশেষ দল বুধবার (১২ মে) সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদাবাজ চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।

এদিকে অভিযানের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১ লাখ ১ হাজার ৫০০ টাকা, ১৪টি সিম-কার্ডসহ ১০টি মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাতভর ইসরাইল-ইরানের হামলা
ইরানের হামলায় হতাহত বহু ইসরায়েলি
মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল
সংকুচিত বাজেট,বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়
দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ
গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আরও খবর