Header Border

ঢাকা, শনিবার, ১৩ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৮.৯৬°সে

দ্বিতীয়বার করোনা ‘পজিটিভ’, যা বললেন মাশরাফি

সময় সংবাদ লাইভ রিপোর্ট : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তর্জার দ্বিতীয়বারের পরীক্ষায়ও করোনা শনাক্ত হয়েছে। তবে এই পরীক্ষা তিনি গতকাল ৪ জুলাই, শনিবার করাননি। শারীরিক অবস্থায় ভালো বোধ করায় এর পাঁচ দিন আগে ৩০ জুন করান বলে নিশ্চিত করেছেন মাশরাফি।

গত ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষার নমুনা জমা দেন মাশরাফি। এর পরের দিন বিকালে তার করোনা পজিটিভ ফলাফল আসে। এরপর থেকে ঢাকার নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন মাশরাফি।

শনিবার তার করোনা পরীক্ষার বিষয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর একটি বেসরকারি টিভির পক্ষ থেকে মাশরাফির সঙ্গে যোগাযোগ করা হয়। এসময় তিনি বলেন, ‘করোনা শনাক্ত হয়েছিল জুন মাসের ২০ তারিখে। সে হিসেবে ১৪ দিন পর, ৪ জুলাই পরীক্ষা করানো কথা ছিল।’

কিন্তু শরীরের অবস্থার উন্নতি হওয়ায় গত ৩০ জুন দ্বিতীয়বার পরীক্ষা করানো হয়। তখনই পজিটিভ এসেছিল বলে জানান তিনি।

এর পর তিনি আর করোনার পরীক্ষা করাননি উল্লেখ করে মাশরাফি আরো জানান, ২১ দিন পর ১১ জুলাই তৃতীয়বার নমুনা পরীক্ষা করাবেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
কর ও ভ্যাটের চাপ আরও বাড়বে
ইসরাইলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা হিজবুল্লাহর
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের
মোদি না রাহুল, কে হচ্ছেন ভারতের কান্ডারি?
ঢাকার কাছেই চলে এসেছে সবচেয়ে বিষধর রাসেলস ভাইপার

আরও খবর