মোঃ কাওছার মল্লিক,সময় সংবাদ লাইভঃ মাহিন্দ্র মালিক-শ্রমিকদের মেধ্যে বিরোধের জেরে ঝালকাঠি-বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আটটি রুটে দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে বাস চলাচল। ফলে চরম ভোগান্তিতে পরেছে এসব পথের হাজারো যাত্রী।
বুধবার সকাল থেকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বরিশাল, খুলনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটসহ আটটি পথের বাস চলাচল বন্ধ রয়েছে।
গতকাল আকস্মিক এই ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। সোমবার রাতে রূপতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠি মালিক সমিতির ৪৫টি গাড়ির চাকা ছিদ্র করে ব্যাটারি, তেলসহ যন্ত্রাংশ নিয়ে যায় থ্রি হুইলার শ্রমিকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্য মারামারির ঘটনা ঘটে।
পরে এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাস মালিক-শ্রমিকরা।
ধর্মঘট আহ্বানকারীদের অভিযোগ, সোমবার রাতে মাহিন্দ্র ও আলফাশ্রমিকেরা বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে সাত-আটটি বাসের চাকার হাওয়া ছেড়ে দেন এবং ভাঙচুর করেন। এ সময় কয়েকজন শ্রমিক বাধা দিলে তাদের মারধর করা হয়।
টার্মিনালে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানায় পরিবহন শ্রমিকরা।