সময় সংবাদ রিপোর্ট:সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে আজ রোববার সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সকাল থেকেই রাজধানীতে কোনো ধরনের গণপরিবহন না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহণের তীব্র সংকট। বাস স্ট্যান্ডগুলোতে হাজারো মানুষ দাঁড়িয়ে আছেন গন্তব্যে যাওয়ার অপেক্ষায়। রাস্তায় বাস না পেয়ে বিপাকে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে রওনা হয়েছেন। অনেকে আবার সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যস্থলে যাচ্ছেন কয়েকগুণ বেশি ভাড়া গুণে। শুধু তাই নয়, রিকশাচালকরাও দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ফার্মগেট, কারওয়ানবাজার, সাতরাস্তা, মহাখালী, মিরপুর, গাবতলী, ধানমণ্ডি, উত্তরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ব্যক্তিগত গাড়ি ছাড়া রাস্তায় কোনো গণপরিবহন নেই। আবার কুড়িল বিশ্ব রোড এলাকায় দেখা যায়, শত শত মানুষ বাসের জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু কোনো বাসের দেখা মিলছে না। তবে বাস না পাওয়ায় নারী ও বয়স্কদের পড়তে হয়েছে বেশি ভোগান্তিতে। গতকাল শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘২৬ অক্টোবর পর্যন্ত সরকারকে আট দফা দাবি মানার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। স্মারকলিপিও দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার জন্য সারা দেশের পরিবহন শ্রমিকেরা কর্মবিরতি পালন করবে।’ একই সঙ্গে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে লাগাতার ধর্মঘটেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি।